আমিনুল ইসলাম ।বাবুরহাট,চাদপুর ।
# আয়তন : ১৭০৪.০৬ বর্গ কিঃ মিঃ
# সীমা : উত্তর মুন্সীগঞ্জ জেলা, দক্ষিণে নোয়াখালি, লক্ষীপুর ও বড়িশাল জেলা, পূর্বে কুমিল্লা জেলা ও পশ্চিমে মেঘনা নদী, শরীয়ত পুর জেলা। নদী ভাঙ্গন জেলার প্রধান বৈশিষ্ট্য। ডাকাতিয়া, ধনাগোদা মতলব ও উধমদি মেঘনার প্রধান শাখা নদী।
# তাপমাত্রাঃ বার্ষিক গড় সর্বচ্চ ৩৪.৩ ডিঃ সেঃ এবং সর্বনিম্ন ১২.৭ ডিঃসেঃ বার্ষিক বৃষ্টিপাত ২৫৫১ মিঃ মিঃ।
# চাঁদপুর শহর : ১৫ টি ওয়ার্ড ও ৭৫ টি মহল্লা নিয়ে চাঁদপুর পৌরসভা শহরটি মেঘনা নদীর তীরে অবস্থিত।
# জনসংখ্যা : ৯৪,৮২১। এখানে দেশের বৃহত্তম নদী-বন্দরটি আবস্থিত। পৌরসভা সৃষ্টি ১৮৯৭ সালে। ব্রিটিশ জরিপ কর্মকতা জেমস রেনেল কৃত বৃহত্তর বঙ্গদেশের মানচিত্র ত্রিপুরা জেলার পাশাপাশি চাঁদপুরের মাটি ও পৃথক অবস্থান চিহ্নিত করা হয়।
# নামকরণ : ঐতিহাসিক জে.এন. সেনগুপ্তের মতে, ইতিহাসখ্যাত বিক্রমপুরের জমিদার চাঁদরায়ের নাম থেকেই চাঁদপুরের নামকরণকরা হয়। আবার কেউ কেউ বলেন শহর সংলগ্ন কোড়ালিয়া গ্রামের দরবেশ চাঁদ ফকিরের নাম থেকেই চাঁদপুরের নামকরণ করা হয়।
# ইতিহাস : বিংশ শতাব্দির প্রথমার্ধে কয়েকটি জুটমিল স্থাপন করে। কিন্তু ১৯৪৭ সালে এ উপমহাদেশে বিভক্ত হওয়ার পর তাদের অধিকাংশ ব্যবসা বন্ধ হয়ে যায়। এখানে পাট ব্যবসার অন্যতম বানিজ্য কেন্দ্র ছিল। নৌযান তৈরী, লবণ রিফাইনারি, জাল তৈরীর উপাদান এখনো বিদ্যমান।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।