চাঁদপুর:
চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় ইভটিজিংকালে এক যুবককে হাতে নাতে আটক করে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে রোববার পদ্মা ডাল মিল এলাকায়।
স্থানীয় এলাকাবাসী সাংবাদিকদের জানায়, পুরাণবাজারের একটি স্কুলের ২য় শ্রেণীর ছাত্রীকে নিয়ে নদীর পাড় দিয়ে যাচ্ছিলো বখাটে যুবক ফারুক (২০)। সে পেশায় একজন জেলে। তার বাড়ি ইব্রাহীমপুর ইউনিয়নের ঈদগাহ বাজার এলাকায়। স্থানীয় লোকজনের ওই যুবকের আচরণ সন্দেহ হলে তাকে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রদীপ কুমার মজুমদারের হাতে তুলে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীনুর শাহীন খান।