মতলব সংবাদদাতা :চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সদস্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছে।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এমএ কুদ্দুস স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য রোববার ২৮ হাজার টাকার একটি চেক ম্যানেজিং কমিটির সদস্য সাইদ মাস্টারকে দেয়ার জন্য প্রধান শিক্ষককে দেন। সাইদ মাস্টারের হাতে সেই চেক গেলে চেকের অপর পৃষ্ঠায় সভাপতির স্বাক্ষর না থাকায় তিনি সোমবার বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক শরীফ উল্লাকে লাঞ্ছিত করেন। এ বিষয়ে প্রধান শিক্ষক কোনো উচ্চবাচ্য না করলেও শিক্ষার্থীরা বিষয়টি জেনে যায়। তারা মঙ্গলবার বিদ্যালয়ে এসে ক্লাসে না গিয়ে সাইদ মাস্টারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল করে এবং বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাস বর্জনের ঘোষণা দেয়।
চাঁদপুর নিউজ সংবাদ