দেলোয়ার হোসাইন॥
ইসলামী আন্দোলন বাংলাদেশের ৮নং বাগাদী ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার বিকাল ৩টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার শাখার সেক্রেটারী শেখ মোঃ জয়নাল আবদিন, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এ দেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বর্তমান সময়ে অগ্রণী ভূমিকা পালন করছে, ইসলামী আন্দোলন আওয়ামীলীগ বিএনপির ন্যয় রাজনীতি করে না, তিনি আরো বলেন আমাদের লক্ষ্য আল্লাহর জমিন থেকে প্রচলিত জাহেলী সমাজব্যবস্থার পরিবর্তন সাধন করে ইসলাী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে খেলাফতে রাশেদার নমুনায় একটি কল্যাণ রাষ্টে পরিণত করা।
ধর্মনিরপেক্ষতার বিষয়ে তিনি বলেন, ধর্মনিরপেক্ষতার অর্থই হচ্ছে ধর্মহীনতা, কোন মুসলমানের পক্ষে ধর্মনিরপক্ষেতায় বিশ্বাসী হওয়া উচিত নয়। এসময় বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রটারী মাওঃ আব্দুল্লাহ আল-মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক কাজী মোস্তফা কামাল, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ। দ্বি-বার্ষিক সম্মেলনে ৮নং বাগাদী ইউনিয়ন সভাপতি হাফেজ আব্দুর রহমানের সভাপতিত্বে ও আক্তার হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সদর উপজেলা সভাপতি মোঃ মোক্তার হোসাইন, ইসলামী আন্দোলন বাগাদী সাংগঠনিক সম্পাদক ডাঃ মনির হোসাইন প্রমূখ। সম্মেলন শেষে হাফেজ আব্দুর রহমানকে সভাপতি, মোঃ আবু তাহের পাঠানকে সহ-সভাপতি, মোঃ ওসমান গাজীকে সেক্রেটারী, ডাঃ মোঃ মনির হোসেনকে জয়েন্ট সেক্রেটারী, মোঃ জহির হোসেন বাবুকে সাংগঠনিক সম্পাদক ও মোঃ সুজন গাজীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের আগামী ২০১৪-১৬ সেশনের জন্য ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।