দেলোয়ার॥
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার উদ্যোগে স্থানীয় অডিটোরিয়ামে এসএসসি ও দাখিল পরীক্ষা ২০১৪ এর এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি মুহম্মাদ নজরুল ইসলাম মারুফ এর সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ ইসমাঈল খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী পশ্চিম-এর সভাপতি মুহাম্মদ গোলাম কিবরীয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা এবিএম আব্দুল আউয়াল পাটওয়ারী, সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মুহাম্মদ মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম প্রধান, সাবেক চাঁদপুর জেলা সভাপতি মোঃ শাহজাহান খান, শহীদ সিয়ামের গর্বিত পিতা মোঃ মজিবুর রহমান সুমন মস্তান, চাঁদপুর জেলা শিবিরের সেক্রেটারী মুহাম্মদ ইমরান হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম সবুজ, শিক্ষা সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, সাহিত্য সম্পাদক মুহাম্মদ মাসুম চৌধুরী, শিবির নেতা জয়নাল আবেদীন, আব্দুল আউয়াল, আহমদ খান, জুবাইর হোসাইন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের সময়ে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা এত বেশী যে যাদের সংবর্ধনা একমাত্র ছাত্রশিবির ছাড়া আর কেহ দেওয়ার সাহস করেনি। মেধাবীদের সঠিক মূল্যায়ন কেবল মাত্র ছাত্রশিবিরই করে থাকে। নৈতিক অবক্ষয় রোধে মেধাবী ছাত্রদেরকে তথা গোটা ছাত্রসমাজকে ছাত্রশিবিরের সাথে সম্পৃক্ত হতে হবে। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে লাভ নেই যদি নৈতিক চরিত্র না থাকে। এজন্য নৈতিক চরিত্র গঠনে মেধাবীদেরকে ছাত্রশিবিরের সাথে সম্পৃক্ত হতে হবে। বর্তমান সময়ে ছাত্রদের নৈতিকতা ধ্বংসের সকল আয়োজন সম্পন্ন। বিশেষ করে আধুনিক যুগে ইন্টারনেট, ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে ছাত্রদের নৈতিক অবক্ষয় গঠছে। আগামী দিনে দেশ ও জাতি গঠনে মেধাবী সমাজকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং অনুষ্ঠান শেষে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।