প্রতিনিধি
হজ্ব ও তাবলিগ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখা। গতকাল বুধবার বিকেলে চাঁদপুর শহরের শপথ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের চাঁদপুর শাখার সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক শেখ মোঃ জয়নাল আবেদীন। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার সভাপতি ইয়াসিন রাশেদ সানির সভাপতিত্বে ও সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার সভাপতি গাজী মোঃ হানিফ, সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, জেলা কমিটির প্রচার সম্পাদক মাহবুব ইমরান মাসুম, শহর শাখার সেক্রেটারী ওমর ফারুক, সহ-সভাপতি হাফেজ আলী আহম্মদ প্রমুখ। সভা শেষে বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ শেষে নতুনবাজার-পুরাণবাজার সেতুর সামনে এসে শেষ হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইসলামের কটুক্তিকারীদের বিরুদ্ধে ব্লাসফেমী আইনে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশে নাস্তিক-মুরতাদদের ছাড় দেয়া যাবে না। ইসলামের বিরুদ্ধে কটুক্তিকারী লতিফ সিদ্দিকীকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।