
সংবাদদাতা: ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার আয়োজনে শহর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ মার্চ ) বিকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন।
তিনি তার বক্তব্যে বলেন, পীর সাহেব চরমোনাই মানুষের মনের কথা বলে। ওনার কথা শুনে সমাজের খারাপ মানুষগুলো ভাল মানুষে পরিনত হচ্ছে। দেশের মানুষের স্বপ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশে ইসলামী হুকুমত কায়েক করবে। আজ স্বাধীনতার ৫০ বছরে এসে দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। দেশকে দূর্নিতীতে নিমজ্জিত করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সরকার সুষ্ঠ নির্বাচন দিতে ভয় পাচ্ছে। যে ভোটের মাধ্যমে আওয়ামীলীগের জন্ম সেই ভোটকেই তারা ভয় পাচ্ছে।
তিনি আরো বলেন, আগামী দিনের নেতৃত্বে পীর সাহেব চরমোনাই প্রকৃত নেতা। ইসলামী আন্দোলনের দাওয়াত প্রত্যেকটি ঘরে ঘরে পৌছে দিতে হবে। আজ শহর শাখার নতুন নেতৃত্ব আসবে, তাই কমিটি হওয়ার পর সকলে সাংগঠনিক নিজ নিজ দায়িত্ব পালন করবেন বলে অমেরা আশা করি।
শহর শাখার সভাপতি মুফতি আবু নঈম তানভিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, সেক্রেটারী কে এম ইয়াসিন রাশেদসানী, সদস্য মাওলানা নুরুল আমিন জিহাদী, যুব আন্দোলন জেলা শাখার সাধারন সম্পাদক এইচ এম নিজাম উদ্দিন, ছাত্র অান্দোলনর জেলা শাখার সভাপতি মুহাম্মদ সেলিম হোসাইন।
এছাড়াও সম্মেলনে সহযোগী সংগঠনসহ পৌর ইসলামী আন্দোলনের বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন শহর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আহসান উল্লাহ।
সম্মেলনে শহর শাখার নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মুফতি আবু নঈম তানভির ও সেক্রেটারী হিসেবে মোঃ শরীফ মৃধার নাম ঘোষণা করেন জেলা শাখার সভাপতি।
চাঁদপুরনিউজ/এমএমএ/