ফরিদগঞ্জ(চাঁদপুর): ১৮ দলের ডাকা ৭১ ঘণ্টা অবরোধের তৃতীয় দিনে ফরিদগঞ্জে মিছিল, চাঁদপুর-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ ও প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) কুশপুতুলে আগুন দেয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেলের নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিল বের হয়।
এছাড়া সংসদ সদস্য লায়ন হারুনের সমর্থনে ফরিদগঞ্জ পৌর এলাকায় এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের চেয়ারম্যান হুমায়ুন কবিরের সমর্থকরা কেরোয়া এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে।
এসময় গৃদকালিন্দিয়ার অবরোধকারীরা ইসির কুশপুতুলে আগুন দেয়।