প্রতিনিধি
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ১নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য হিসেবে নির্বাচিত হচ্ছেন ইয়াছমিন আহমেদ। এখন শুধু জেলা রিটার্নিং অফিসারের আনুষ্ঠানিক ঘোষণা বাকী। গতকাল রোববার এ ওয়ার্ডের প্রার্থী আসমা আক্তার অাঁখি ও শাহিনা বেগম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় ইয়াছমিন আহমেদের আর কোনো প্রতিদ্বন্দ্বী রইলো না।
ইয়াছমিন আহমেদ মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদের স্ত্রী। তিনি এম এ পাশ করে ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করতেন। স্বামী মনজুর আহমদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর স্বামীর কাজে সহযোগিতার করার জন্যে চাকুরি ছেড়ে দিয়ে নিজ গ্রাম চরমাছুয়া গ্রামে বসবাস করছেন। তিনি এলাকার সাধারণ মানুষের দুঃখ লাঘবে সাহায্য সহযোগিতা করে আসছেন। নিজ এলাকা ও ঢাকায় শিক্ষাবৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকা-ে তিনি জড়িত আছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপিসহ মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে তিনি জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সকল ভোটারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।