২৫০ পিচ ইয়াবাসহ মহসিন নামে এক মাদক সম্রাটকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা গ্রাম থেকে এই বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটকের পর মহসিনকে চাঁদপুরে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার আটক মহসিনের বিরম্নদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম ওই গ্রামে মহসিনের বাড়িতে অভিযান চালিয়ে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় মহসিনকেও গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ডিবির পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান জানান, আটক মহসিনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর তার বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে । উল্লেখ্য, ফরিদগঞ্জে এই প্রথম ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান ধরা পড়লো ।
শিরোনাম:
বুধবার , ২০ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ৭ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।