স্টাফ রিপোর্টার:
ঢাকা সদর ঘাটে যাত্রীবাহী লঞ্চ থেকে এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করেছে টার্মিনাল পুলিশ ফাঁড়ি। এ ঘটনায় ঘাতক প্রেমিককে পুলিশ আটক করেছে।
গত ২০ জুলাই বুধবার বিকেল ৪টায় ঢাকা কেরানীগঞ্জের আম বাগিচা এলাকার হুমায়ুন কবিরের ছেলে স্থানীয় কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র আল মামুন (২২) একই এলাকার তার প্রেমিকা স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী পারুল আক্তার (১৬)কে নিয়ে পটুয়াখালী যাওয়ার উদ্দেশ্যে ঢাকা, চাঁদপুর ও পটুয়াখালী নৌ-পথে চলাচলকারী এমভি ঈগল-৩ লঞ্চের ৩য় তলার একটি ডাবল কেবিন ভাড়া নেয়। লঞ্চটি ঘাটে থাকা অবস্থায় আল মামুন তার প্রেমিকা পারুল আক্তারকে জোরপূর্বক কেবিনে ধর্ষণ করে। বিষয়টি পারুল আক্তার জানিয়ে দিবে বলে জানালে প্রেমিক আল মামুন ক্ষিপ্ত হয়ে প্রেমিকা পারুল আক্তারকে গলা কেটে হত্যা করে। রক্তাক্ত অবস্থায় লঞ্চে থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লঞ্চ কর্তৃপক্ষ তাকে আটক করে সদরঘাট টার্মিনাল পুলিশ ফাঁড়ির সদস্যদের কাছে হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল মামুন উপরোক্ত কথাগুলো স্বীকার করে। পরবর্তীতে ঘাতক আল মামুনকে সাথে নিয়ে এমভি ঈগল-৩ লঞ্চের ৩য়তলার কেবিন থেকে খুন হওয়া কিশোরী পারুলের লাশ উদ্ধার করে।