মতলব উত্তর
ওয়াজে ঈদে মিলাদুন্নবী (সাঃ)কে কটাক্ষ করায় মতলব উত্তর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। গত ১৬ জানুয়ারি মতলব উত্তর উপজেলার দক্ষিণ রাঢ়ীকান্দি মাদ্রাসায়ে ইসলামিয়া মদীনাতুল উলুম এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এ ওয়াজ মাহফিলের প্রধান বক্তা মাওলানা হাফেজ মুফতি ড. ইরফান বিন ত্বোরাব মহানবী (সাঃ)-এর শানে অশ্লীল ভাষায় কটাক্ষ করে এবং ঈদে মিলাদুন্নবী (সাঃ)-কে হিন্দুদের লিঙ্গ পূজার সাথে তুলনা করে (নাউজুবিল্লাহ)। যা সম্পূর্ণরূপে মুসলমানের ঈমানের উপর আঘাত হানে। এর প্রেক্ষিতে উত্তর রাঢ়ীকান্দি গ্রামের মৃত খলিফায়ে নাসির উদ্দিন সরকার আল মাইজভান্ডারীর ছেলে খলিফায়ে মোঃ নজরুল ইসলাম আল-মাইজভান্ডারী বাদী হয়ে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেন।
দক্ষিণ রাঢ়ীকান্দি মাদ্রাসার মোহতামীম মাওলানা আবু ছালেহ সরকার জানান, মাওলানা ইরফান বিন ত্বোরাব বয়ানের এক পর্যায়ে ঈদে মিলাদুন্নাবী (সাঃ)-কে হিন্দুদের লিঙ্গ পূজার সাথে তুলনা করেছে। এ বয়ান রাখার পর মাহফিল কমিটি তার বয়ান বন্ধ করে দেন। মতলব উত্তর থানার এসআই মোবারক হোসেন অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ নিয়ে রাঢ়ীকান্দিসহ আশপাশের এলাকার মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ওই বক্তার শাস্তি দাবি করা হয়।