শওকতআলী:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়েরের চট্রগ্রাম বিভাগীয় মহাপরিচালকের কার্যালয়ের পত্র নং ৫৪.০১.২৬০০.০০৮.১৮.০১৫.২০১৬-২০৪এর মাধ্যমে গতকাল মঙ্গলবার জানানো হয় যে, রেলওয়ে কর্তৃক যাত্রী সাধারনের ভ্রমনের সুবিধার্থে দেশের বিভিন্ন স্থানের ন্যায় আগামী২৯, ৩০,৩১ আগস্ট ২০১৭ ও সেপ্টেম্বর/১৭ থেকে চট্রগ্রাম-চাঁদপুর-চট্রগ্রামের মধ্যে এ রুটে দৈনিক ২ জোড়া ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহন করেছে। আগামী ২৯ আগস্ট হতে এ সব ট্রেন এ রুটে চলাচল করবে। ঈদ স্পেশাল-১ চট্রগ্রাম থেকে সকাল ১১টা৩০মিনিটে ছেড়ে চাঁদপুর এসে পৌছবে বিকেল ৪টা ২৫মিনিটে। ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে বিকেল ৩টা ৩০মিনিটে ছেড়ে চট্রগ্রাম গিয়ে পৌছবে রাত ৮টা ১০মিনিটে। ঈদ স্পেশাল-৩ চট্রগ্রাম থেকে বিকেল ৩টা ২০ মিনিটে ছেড়ে চাঁদপুর এসে পৌছবে রাত ৮টা ১৫ মিনিটে। ঈদ স্পেশাল-৪ চাঁদপুর থেকে সকাল ৬টায় ছেড়ে চট্রগ্রাম গিয়ে পৌছবে সকাল ১০টা ৫৫মিনিটে। এ সব ট্রেন ফেনী,লাঙ্গল কোর্ট,লাকসাম,চিতোষী রোড,মেহের,হাজীগঞ্জ,মধুরোড,চাঁদপুর কোর্ট,হাছান পুর,বলাখাল,শাহারাস্তী ও শাহাতলী স্টেশনে যাত্রী উঠা নামা করবে।
এ ট্রেন গুলো ঈদের পূর্বের দিন পর্যন্ত চাঁদপুর-চট্রগ্রামের মধ্যে চলাচল করবে। এ ছাড়া ঈদের পরের দিন হতে ৭দিন পর্যন্ত চলাচল করবে বলে নিশ্চিত করেছেন, বাংলাদেশ রেলওয়ে চট্রগ্রামস্থ চীফ অপারেটিং সুপারিনন্টেনডেন্টে, পূর্ব এর পক্ষে এসিওপিএস(পি)(পূর্ব) মো: ওমর ফারুক।