স্টাফ রিপোর্টার ॥
পবিত্র ঈদুল আযহা পরবর্তী দৈনিক চাঁদপুরজমিন পত্রিকা পরিবারের ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর সদর উপজেলার বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড় চাঁদপুরজমিন টাওয়ারে পত্রিকা কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটা. মোঃ রোকনুজ্জামান রোকন। তিনি বক্তব্যে বলেন, আমরা সারা বছর পত্রিকায় কাজ করি। কিন্তু পারিবারিকভাবে একত্রিত হওয়ার সুযোগ থাকে না। ঈদ পুনর্মিলনীর মাধ্যমে আমরা একত্রিত হলে পরস্পরের সাথে সম্পর্ক আরো বৃদ্ধি পাবে। আমরা সামাজিক কাজ করি। এই কাজে নিজ প্রতিষ্ঠানকে সকলের সামনে তুলে ধরতে হবে। শুধুমাত্র নিজের জন্য কাজ নয়। সমাজের জন্য কাজ করলে, সেই সুফল আমরাও পাব। আসুন সুন্দর সমাজ গড়তে আমরা সকলে আন্তরিক হই। ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুরজমিন হাসপাতাল এ- ডায়াগনষ্টিক সেন্টারের মার্কেটিং ম্যানেজার আঃ মালেক উকিল, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সহ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, মফস্বল সম্পাদক এম.এম. কামাল, হাইমচর উপজেলা ইনচার্জ মাহবুবুল আলম বাশার, বিশেষ প্রতিনিধি মনির হোসেন সজীব, মতলব উপজেলা ইনচার্জ নুরুল ইসলাম সরকার, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মাছুম তালুকদার, মতলব উত্তর উপজেলা বিশেষ প্রতিনিধি ইসমাইল খান টিটু, স্টাফ রিপোর্টার বাবু আলম, পারভেজ রহমান, শহর প্রতিনিধি ইমাম হাসান গাজী প্রমূখ। ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের জন্য সকলের পরমার্শ নিয়ে আলোচনা শেষে পত্রিকার সম্পাদক ও প্রকাশক সভার সমাপ্তি ঘোষনা করেন। আগামী ১৪ সেপ্টেম্বর ঈদু পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।