চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় গৃহবধূর উপর এসিড নিক্ষেপের দায়ে ৪জনকে আটক করা হয়েছে। হাইকোর্ট মঙ্গলবার ৭২ ঘন্টার মধ্যে আসামী আটকের জন্য পুলিশকে নির্দেশ প্রদান করে । যা ইলেক্ট্রনিক্স মিডিয়াগুলোতে প্রচার করা হয়। সে মতে পুলিশ অভিযান চালিয়ে এদের আটক করে। কচুয়া উপজেলার দারাশাহি তুলপাই গ্রামে গৃহবধূ নাজমা বেগমের উপর এসিড নিক্ষেপের দায়ে ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো ঃ তুলপাই গ্রামের সাদ্দাম হোসেন (২৬), বাবুল (৩২), আলাউদ্দিন (৩৫) ও শাহীন (২৬)। বুধবার তাদেরকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, চলতি বছরের ২ অক্টোবর রাত ১০টায় তুলপাই গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী নাজমা বেগম (২৮) প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বাহিরে গেলে ৪/৫জনের একটি অজ্ঞাত দুর্বৃত্তের দল আগে থেকে ওৎ পেতে থেকে নাজমা বেগমের শরীরে এসিড নিক্ষেপ করে ঝলসে দিয়ে পালিয়ে যায়। এসিডে ঝলসে যাওয়া নাজমা বেগমকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিয়টে নিয়ে যাওয়া হয়। গত ৪ অক্টোবর চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার দারাশাহি তুলপাই গ্রামের এসিড নিক্ষেপের স্থান পরিদর্শন করেন। ৩ অক্টোবর এসিডে ঝলসানো নাজমা বেগমের স্বামী মোঃ ইসমাইল হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়ের করেন। গত মঙ্গলবার উচ্চ আদালত থেকে এসিড নিক্ষেপের ঘটনায় জড়িতদের ৭৬ ঘণ্টার মধ্যে আটকের নির্দেশ দেন। এ নির্দেশের পর কচুয়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এ ৪জনকে আটক করে।
শিরোনাম:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।