মানুষ স্বপ্নের মধ্যে বেঁচে থাকে
..অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল হাই
স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার ২য় দিনে ১৮ জানুয়ারি বুধবার সকালে স্বপ্ন ব্যাংক প্রেক্ষিত চাঁদপুর নিয়ে কনটেন্ট উপস্থাপনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন উন্নয়ন মূলক পরিকল্পনা তুলে ধরেন মেলায় আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও সুধীবৃন্দ। এতে বিভিন্নজন এবং শিক্ষার্থীরা উন্নয়ন মূলক পরিকল্পনা কাগজে কাগজে লিখে অনুষ্ঠানের বিচারকদের কাছে প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আবদুল হাই। চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বি এম হান্নানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। এছাছাড়াও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জাপানি নাগরিক কাজু।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন চাঁঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ শাহরিয়ার পলাশ, সময় টিভির স্টাফ রির্পোটার ফারুক আহমেদা।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল হাই বলেন, চাঁদপুর জেলা ইতিমধ্যে ব্র্যন্ডিং জেলা হিসেবে সকলের কাছে পরিচিতি লাভ করেছে। যার ফলশ্রুতিতে চাঁদপুর আইসিটিতে শ্রেষ্ঠ জেলা হিসেবে পুরস্কার অর্জন করেছে। এ জেলার উন্নয়নের লক্ষে জেলা প্রশাসন কর্মকর্তারা সবসময়ই আন্তরিক। আমাদের সাথে আপনাদেরকেও জেলার উন্নয়নে আন্তরিক হতে হবে। চাঁদপুরের সন্তানরা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার সাথে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। তাই চাঁদপুরের সার্বিক উন্নয়নের জন্য তাদেরকে এমন স্বপ্ন দেখতে হবে যাতে একসময় তারা সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করতে পারেন।স্বপ্ন দেখতে হবে । মানুষ স্বপ্নের মধ্যে বেঁচে থাকে । স্বপ্ন অবাস্তব নয় । তিনি বলেন, চাঁদপুর হচ্ছে একটি নদীমাতৃক জেলা। এ জেলার পদ্মা মেঘনা ও ডাকাতিয়াসহ তিন নদীর মিলনস্থলে পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিদিন অনেক মানুষ ঘুরে বেড়াতে আসেন। এটি এ শহরের একটি ঐতিহ্য তাই চাঁদপুরের এ ঐতিহ্যকে সকলকে রক্ষা করতে হবে। চাঁদপুরের উন্নয়নে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তাহলে এ নদীমাতৃক চাঁদপুর আরো অনেক উন্নতির শিকরে পৌছে যাবে। পরে অনুষ্ঠানে অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।