প্রেস বিজ্ঞপ্তি
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ গতকাল (বুধবার) উদ্যোক্তাদের উন্নয়ন কর্মকান্ডকে আরো বেশী গতিশীল করতে এবং মেধাবীদের বিদেশ মুখীতা কমাতে দেশে একটি এন্ট্রেপ্রেনারস্ ডেভেলাপমেন্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠা প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, উন্নত বিশ্বে অধিকাংশ নতুন উদ্ভাবনী ধারনাসমূহ সাধারনতঃ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আসে । অথচ আমাদের দেশের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে নতুন ধারনা ও উদ্ভাবনীতে উৎসাবিত এবং অনুপ্রানিত হয় না। দেশে তাদের দক্ষতার যথাযথ মূল্যায়ন না হওয়ার আশংকায় তারা বিদেশে পাড়ি জমায়। তিনি গতকাল বুধবার বিকেল ৫টায় রাজধানীর হোটেল সোনার গাঁও এ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এ ‘এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন এক্সপ্রো’ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেন, ‘এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন এক্সপোর মূল লক্ষ্য হলো উদ্যোক্তা তৈরির মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি বাংলাদেশ ব্যাংকের সহায়তায় দুই হাজার নতুন উদ্যোক্তা তৈরি করছে যা অবশ্যই কর্মস্থানের সুযোগ সৃষ্টি ও দেশের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে নতুন উদ্যোক্তাদের আর্থিক সহায়তার জন্য অনেক ভেনচার ক্যাপিটাল প্রতিষ্ঠান সফলভাবে কাজ করছে যা আমাদের দেশে নেই। এর জন্য প্রয়োজনীয় নীতিমালাও নেই। আশা করি, সরকার ভেনচার ক্যাপিটাল প্রতিষ্ঠান বিকশিত করার জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করবে। রাষ্ট্রপতি বক্তব্য দেয়ার আগে নতুন উদ্যোক্তাদের জন্য পূর্নাঙ্গ নির্দেশনা সম্বলিত ‘হ্যান্ড বুক অব এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই) এর সভাপতি মো. সবুর খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, আমেরিকান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (এম-চ্যাম) সভাপতি আফতাবুল ইসলাম ,বাংলাদেশ ব্যাংকের এসএমইএসডিপি বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদের পরিচালক এবং দেশি-বিদেশি কুটনীতিকরা।
সভাপতির বক্তব্যে সবুর খান বলেন, আমাদের দেশের সামনে অপার সম্ভাবনার দ্বার উম্মোচিত হয়েছে। এর প্রকৃত সদ্ব্যবহারের জন্য নতুন সৃজনশীল উদ্যোক্তা গড়ে তোলার ক্ষেত্রে এ প্রকল্প গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। তিনি বলেন, নতুন প্রজন্মকে এমনভাবে শিক্ষা ও প্রশিক্ষণ দিতে হবে যাতে একজন তরুন তারঁ মনের মধ্যে ধারন করতে পারে যে ” আমি একজন উদ্যোক্তা হবো, চাকুরী খুঁজবো না, চাকুরী দেবো”।
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।