মতলব দক্ষিণ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভা সমূহের মহাপরিকল্পনা প্রণয়ন চুড়ান্ত মতবিনিময় সভা। ২৭ মে সোমবার মতলব পৌরসভা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতলব পৌরসভার মেয়র এনামুল হক বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,এলজিইডির মহাপরিকল্পনা প্রণয়ন বিভাগের কর্মকর্তা জিয়াউল হক জিয়া। সভাটি পরিচালনা করেন নগর পরিকল্পনাবিদ গাজী মো. শাহীন।
মতলব পৌরসভা, এলজিইডি ও শেলটেক্ প্রা. ডল. এর আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,মতলব পৌরসভার প্যানেল মেয়র মো. শাহ্গিয়াস, সহকারী প্রকৌশলী নূরুল আলম, জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম, মতলব পৌরসভার কাউন্সিলর জিএম খলিল, মো. জাকির হোসেন, মতলব বাজার বণিক সমিতির যুগ্ম আহ্বায়ক গণেশ ভৌমিক সহ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, পৌর এলাকার সুধীজন, সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সভায় আগামী ২০ বছরের জন্য পৌরসভার অবকাঠামোর উন্নয়নে পরিকল্পনা গ্রহণ ও বিস্তারিত বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।