১০ম জাতীয় সংসদ নির্বাচনে কত শতাংশ ভোট আওয়ামী লীগ পেয়েছে এটা নির্বাচন কমিশনের বক্তব্য। ভোটের শতাংশ নিয়ে আমাদের নিজস্ব কোনো বক্তব্য নেই। কারণ, নির্বাচন কমিশন নির্বাচনের সময় স্বাধীনভাবে কাজ করেছে। গতকাল শনিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। আওয়ামী লীগের এক নেতার বক্তব্য খণ্ডাতে গিয়ে উপরোক্ত বক্তব্য দেন ৩ বারের এই সংসদ সদস্য। তিনি আরো বলেন, যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে তাদেরকে বুঝাতে হবে কতটা অন্যায় তারা করেছে। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ থেকে একক প্রার্থী দেয়া হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। আর দলীয় প্রার্থী ঠিক করবে জেলা আওয়ামী লীগ। আমি যতটুকু জানি এ বিষয়ে জেলা কমিটির প্রতি সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। হাজীগঞ্জ ও শাহরাস্তিতে জেলা কমিটি যাকে প্রার্থী দেবে আমরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষ হয়ে কাজ করবো।
হাজীগঞ্জ বাজারস্থ সবুজ সংঘের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়া। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য অধ্যাপক একেএম ফজলুল হক, জ্বালানি মন্ত্রণালয়ের পাওয়ার সেল বিভাগের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ড. মোস্তফা কামাল খান, সাবেক অতিরিক্ত সচিব ও সদ্য আওয়ামী লীগে যোগদানকারী রৌশনারা বেগম, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ রশিদ মজুমদার, শহর আওয়ামী লীগের সভাপতি মাহবুব-উল-আলম লিপন, সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ খসরু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, আলহাজ্ব সেলিম মিয়া, আনোয়ারুল হক হেলাল, জাকির হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ মান্নান, সমির দত্ত, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, অর্থ সম্পাদক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পারভীন ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুশফিকুর রহমান মুশু পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সদস্য বিল্লাল হোসেন মজুমদার, সফিকুল ইসলাম মীর, ইয়াছিন আরাফাত, আবু তালেব মেম্বার প্রমুখ।
সভায় আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সভায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে একক প্রার্থী দেয়ার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়। সভাশেষে প্রধান অথিতির নেতৃত্বে দুঃস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।