মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন আলমের গত ৯ জুলাই আকস্মিক মৃত্যুর পর থেকেই চেয়ারম্যান পদ শূন্য হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন ইউপি সদস্য ও ১নং প্যানেল চেয়ারম্যান মো. খলিলুর রহমান। নাজিম উদ্দিন চেয়ারম্যানের মৃত্যুর ৪০ দিন না যেতেই ইউনিয়নের সর্বত্র জল্পনা কল্পনা পরবর্তী চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে।
জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কোন পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়। উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল সম্পর্কে নিশ্চিত কিছু জানাতে পারেনি নির্বাচন অফিস।
এদিকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নিশ্চিত যে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সম্ভাব্য প্রার্থীরা মরহুম নাজিম উদ্দিনের মৃত্যুর ৪০ দিন অতিবাহিত না হতেই জনগণের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ শুরু করে দিয়েছে।
উপাদী উত্তর ইউনিয়ন নাজিম চেয়ারম্যানকে হারিয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ করার মতো নয় বলে মনে করেন শান্তিপ্রিয় জনসাধারণ। ইতিপূর্বে নাজিম উদ্দিন চেয়ারম্যানের নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক জনপ্রিয় নেতা ও তরুণ সমাজসেবক মো. খবির হোসেন প্রধানকে সন্ত্রাসীরা নির্মমভাবে খুন করে। এতে এলাকার অনেক বড় ক্ষতি হয়েছে বলেও তারা মনে করছেন। জনগণ খবিরকে নিয়েও এলাকার উন্নয়ন করার ভবিষ্যত চিন্তা-ভাবনা করেছিল। কিন্তু নিয়তির নির্মম পরিহাস দু’জন জনপ্রিয় তরুণ সমাজসেবককে অকালে হারিয়ে এখন আগামি দিনের চেয়ারম্যান নির্বাচন নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে এলাকাবাসী।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছে আওয়ামী লীগের রফিকুল ইসলাম, সোলায়মান প্রধান, বিএনপির বিল্লাল হোসেন খান, কবির হোসেন খান, ইলিয়াস মিয়াজী, স্বতন্ত্র প্রার্থী শহীদ প্রধান, জাহিদ হোসেন প্রধান ও হেলাল বকাউল।
উল্লেখিত প্রার্থীদের মধ্যে ইলিয়াস মিয়াজী গত নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন। এবার বিএনপি মনোনীত প্রার্থী কে হচ্ছেন এখনো দল থেকে তেমন কোন সিদ্বান্ত দেয়া হয়নি। তবে দলের সমর্থন পাওয়ার জন্য প্রার্থীরা যে যার অবস্থান থেকে লবিং-গ্রুপিং করতে দেখা গেছে। গত নির্বাচনে নাজিম উদ্দিন আলমকে বিএনপি থেকে মনোনয়ন বা সমর্থন না দিলেও তিনি ছিলেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিনের সমর্থিত প্রার্থী। ড. জালালের দিক নির্দেশনা অনুযায়ী মতলব পৌরসভার মেয়র এনামুল হক বাদল বহু প্রতিকূলতার মধ্য দিয়ে নেতা-কর্মীদের সাথে নিয়ে জনগণের মন জয় করে বিপুল ভোটের ব্যবধানে নাজিম উদ্দিনের বিজয় নিশ্চিত করেন। এদিকে আওয়ামী লীগের দু’জন প্রার্থীর মধ্যে ইউনিয়ন আ’লীগের সভাপতি সোলায়মান প্রধান ও যুবলীগ নেতা রফিকুল ইসলামের নাম শোনা যাচ্ছে।
তরুণ সমাজসেবক রফিকুল ইসলাম ইউনিয়নের যুব সমাজের সমর্থিত প্রার্থী হিসেবে গণসংযোগ করতে দেখা গেছে। রফিকুল ইসলাম প্রত্যন্ত এলাকার জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করে নির্বাচনী মাঠ সরগরম করে রেখেছেন। তিনি এলাকার জনগণের স্বার্থে ব্যক্তিগত নিজ উদ্যোগে বেশ ক’টি রাস্তার সংস্কার কাজ করেছে। এলাকার অসহায় গরিব-দুঃখী মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে এবং নিজের স্বার্থে নয়, জনগণের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন এ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
রফিকুল ইসলাম অল্পবয়সে জনগণের পাশে থেকে এলাকার যে সেবামূলক কাজ করে যাচ্ছে অতীতে কোন নির্বাচিত ব্যক্তিরা তা করতে পারেনি বলে তিনি দাবি করেন।
এদিকে ইউনিয়নের গত নির্বাচনে পরাজিত প্রার্থী শহীদ প্রধানের নির্বাচনী প্রচারণা, গণসংযোগ থেমে নেই। তিনিও গত নির্বাচনের তুলনায় জনগণের রায় নিয়ে এবার বিজয় নিশ্চিত করার জন্য দলের উর্ধ্বে থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শহীদ প্রধানের জনপ্রিয়তা অন্যান্য প্রার্থীদের চেয়ে ভালো বলে তিনি দাবি করেন। সৃষ্টিকর্তা যদি আমার পক্ষে সহায় থাকেন ইনশাআল্লাহ আমি জনগণের ভোটে নির্বাচিত হবো।
বিএনপি সমর্থিত ও মনোনয়ন প্রত্যাশী বিল্লাল হোসেন খান ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মরহুম নাজিম উদ্দিনের প্রতিশ্রুতি অনুযায়ী অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনিও দল মত নির্বিশেষে ইউনিয়নের প্রত্যেকটি এলাকার ভোটারের মন জয় করে আগামি উপ-নির্বাচনে বিজয় নিশ্চিতে আশাবাদী।
ইউনিয়নে মোট ওয়ার্ড ৯টি। এর মধ্যে ভোটার সংখ্যা ১৭ হাজার ২৩। পুরুষ ভোটার সংখ্যা ৮ হাজার ৪শ’ ৫৬ এবং মহিলা ভোটার সংখ্যা ৮ হাজার ৫শ’ ৬৭। এ ইউনিয়নের জনসাধারণ এমন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন যিনি মানুষের সুখ-দুঃখ বুঝেন, নিজের উন্নয়ন না করে এলাকার উন্নয়ন করে এবং যাকে সময়ে অসময়ে ডাকলে পাওয়া যায়। অর্থ আর প্রাচুর্যের প্রতি লোভ না করে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে ভুল করে না এ ইউনিয়নের জনগণ।
শিরোনাম:
বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।