স্টাফ রিপোটার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলী জিলানী চিশতী কলেজের এইচএসসির প্রকাশিত ফলাফল নিয়ে জরুরী এক পর্য্যালোচনা সভা শনিবার দুপুর সাড়ে ১২টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় । কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে পর্য্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভনির্ং বডির দাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী । সভায় অংশ নেন কলেজের সহকারী অধ্যাপিকা সাহেরা আক্তার,গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক গোলাম সারোয়ার কচি,সহকারী অধ্যাপক কামরুল হাসান,গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোঃ নুরুল বাতেন,প্রভাষক শামিমা আক্তার,প্রভাষক ছোহাইল আহমেদ চিশতী,প্রভাষক জিয়াউর রহমান জিয়া,প্রভাষক মোঃ হানিফ মিয়া,প্রভাষক মোঃ জহিরুল ইসলাম মুরাদ,প্রভাষক মোঃ মানিক মিয়া,প্রভাষক শাহাদাৎ হোসেন,প্রভাষক হাবিবুর রহমান,প্রভাষক মাহবুবুর রহমান,,কলেজের অভিভাবক ও ইউপি মেম্বার মোঃ সফিক ক্বারী,প্রদর্শক মোঃ মঞ্জুর হোসেন পাটওয়ারী,লাইব্রেরী সহকারী হালিমা আক্তার প্রমুখ । সভায় কলেজ গভনির্ং বডির দাতা সদস্য সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, এ কলেজটি সদরের প্রাচীনতম প্রতিষ্ঠান । কলেজটিতে বিগত বছরগুলোতে ধারাবাহিকভাবে ভালো ফলাফল হলেও কলেজে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল ভালো হয়নি । কলেজের ১৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৫৪ জন পরীক্ষার্থী পাশ করেছে । যা অত্যন্ত দুঃখজনক । এ ব্যাপারে চরম অসন্তোষ প্রকাশ করছি । এ ধরনের ফলাফল আশা করি না । যেসব বিষয়ে অধিক সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে সেসব শিক্ষকদের জবাবদিহি করতে হবে । প্রত্যেক শিক্ষক তার বিষয়ে জবাব দিতে হবে । সভায় বিস্তারিত আলোচনা শেষে এবারের এইচএসসির ফলাফল এর কারণ উৎঘাটন এবং ভবিষতে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে করণীয় ঠিক করতে সহকারী অধ্যাপক কামরুল হাসানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ।