স্টাফ রিপোর্টার:
এবারে এইচএসসি পরীক্ষার ফলাফলে চাঁদপুর জেলা আশাব্যঞ্জক ভালো করেছে। বলতে গেলে গত বছরের চরম বিপর্যয় কাটিয়ে উঠেছে। শুধু তাই নয়, এবার পাসের হারের দিক দিয়ে কুমিল্লা বোর্ড থেকে এগিয়ে রয়েছে চাঁদপুর জেলা। সবচে’ বড় সাফল্য এনে দিয়েছে কচুয়ার ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ। এ কলেজটি কুমিল্লা বোর্ডে সেরা ৮টি কলেজের মধ্যে স্থান করে নিয়েছে। অর্থাৎ কুমিল্লা বোর্ডের অধীনে যে ৮টি কলেজ শতভাগ পাস করেছে তার মধ্যে কচুয়ার ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ রয়েছে। এ কলেজ থেকে এবার ১শ’ ২৩ জন পরীক্ষা দিয়ে সকলেই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। এই ১শ’ ২৩ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন আর বাদবাকি সবাই এ গ্রেড পেয়েছে। গত বছরও কলেজটি সার্বিক ফলাফলে জেলার শীর্ষে ছিলো।
এবারের এইচএসসি পরীক্ষায় চাঁদপুর জেলা থেকে মোট পরীক্ষার্থী অংশ নেয় ১৬ হাজার ৩০ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১১ হাজার ৪শ’ ১৬ জন। পাসের হার ৭১.২১%। আর জিপিএ-৫ পেয়েছে মোট ২শ’ ৩৭ জন। গত বছর চাঁদপুর জেলায় পাসের হার ছিলো ৫৪.৫১%। গত বছরের বিপর্যয় এবার কাটিয়ে উঠেছে। শুধু তাই নয়, এবার গড় পাসের হারে কুমিল্লা বোর্ড থেকেও এগিয়ে রয়েছে চাঁদপুর জেলা। কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৪.৪৯%, আর চাঁদপুর জেলায় পাসের হার ৭১.২১%। তবে চাঁদপুর সরকারি কলেজসহ আরো কিছু কলেজ আশানুরূপ ফলাফল করতে পারেনি। চাঁদপুর সরকারি কলেজের পাসের হার ৫৩%, জিপিএ-৫ পেয়েছে মাত্র ৮ জন। আর জেলার মধ্যে পাসের হার সবচেয়ে কম সদর উপজেলার কামরাঙ্গা স্কুল এন্ড কলেজের। এ কলেজ থেকে ২৯ জন পরীক্ষা দিয়ে মাত্র ৭ জন পাস করেছে। পাসের হার ২৪.১৩%। তবে মতলব উত্তর উপজেলার ফলাফলের গুণগতমান সকলকে হতাশ করেছে। এ উপজেলা থেকে এবার এইচএসসি এবং আলিমে একজনও জিপিএ-৫ পায়নি। আর গড় পাসের হারে সবচেয়ে পিছিয়ে আছে শাহরাস্তি উপজেলা। এ উপজেলায় পাসের হার ৪৪.৯৬%। পাসের হারে এগিয়ে আছে ফরিদগঞ্জ উপজেলা, যেখানে পাসের হার ৮৬.৯১%।