চাঁদপুর প্রতিনিধি:বিএনপি স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে এবং জুলুম নির্যাতনের প্রতিবাদে চাঁদপুর জেলা ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ নভেম্বর শনিবার বিকেল ৪টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বড় বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের শপথ চত্ত্বর মোড়, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, হাজী মহসীন রোড, নতুনবাজার হয়ে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিল শেষে জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝির পরিচালনায় বক্তারা বলেন, এই সরকার জুলুম করে অবৈধ পন্থায় ক্ষমতায় থাকতে চাইছে। আর এজন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাদ দিয়ে সর্বদলীয় সরকার করে নির্বাচন করতে চান। এই পদ্ধতি দেশবাসী কখনোই মানবেনা। তারা আরো বলেন, শেখ হাসিনা নাকি দেশে শান্তি চায়। তিনি যদি শান্তি চান তাহলে দেশের সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক পদ্ধতিতে নির্বাচন দিন। আর যদি না দেন তাহলে এ দেশের মানুষ দুর্বার আন্দোলন করবে। অবৈধভাবে নির্বাচনের নামে ক্ষমতায় না গিয়ে নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচনে অংশ নিন। আওয়ামী লীগ সরকার দেশবাসীর নয়নের মনি তারেক রহমানকে দেশে যাতে আসতে না পারে সেজন্য মিথ্যা মামলার রায় দিতে যাচ্ছে। এই রায় কোনো বিচারকের রায় নয়। এ রায় মুজিব কোটের রায়। তারেক নিয়াকে যদি অবৈধভাবে সাজা দেয়া হয় তাহলে দেশের মানুষ বিএনপির সাথে এক হয়ে আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচারী সরকারকে বুঝিয়ে দিবে জাতীয়তাবাদী দলের শক্তি কতো। বক্তারা আরো বলেন, এই সরকার নীল নকশা করে নির্বাচন করতে চায়। দেশের ১৫ কোটি মানুষ এই সরকারের নীল নকশার নির্বাচনকে কখনো মেনে নেবে না। আওয়ামী লীগ বলে বিএনপি নাকি মানুষের দল না। মানুষের দল যদি না হতো সেদিন মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা কেমন করে দিলো। এই সরকার কী বুঝেনা, ১৮ দলীয় জোটের হরতালের মাধ্যমে বিভাগ, জেলা শহর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আন্দোলন ছড়িয়ে পরেছে। এদের এই সাজানো নির্বাচন দেশবাসী মানছেনা।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোঃ ইউনুস, যুগ্ম সম্পাদক দেওয়ান মোঃ শফিকুজ্জামান, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আব্দুর রহিম পাটোয়ারী, শহর জামায়াতে আমির অ্যাডঃ শাহজাহান মিয়া, জেলা ছাত্রদল সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, শহর ছাত্রশিবির সভাপতি মোস্তফা কাউসার। আরো উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজী, আলিম আল রাজি কবির, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহনুর বেপারী শানু, যুবদল নেতা বাবু পাটোয়ারী, হুমায়ন কবির, সদর থানা জামায়াত আমির জাহাঙ্গীর আলম প্রধান, সেক্রেটারী শাহজাহান খান, শহর জামায়াত সেক্রেটারী আরিফুল্যা প্রমুখ।