স্টাফ রিপোর্টার: ইতিমধ্যে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে গান করেছেন ‘পাগল মন’ খ্যাত স্বনামধন্য কণ্ঠশিল্পী দিলরুবা খান ও তার কন্যা গায়িকা শিমূল খান। কিন্তু কখনও এক অ্যালবামে গান গাওয়া হয়নি তাদের। এবার একই অ্যালবামে গান গাইলেন দিলরুবা ও শিমূল। লুৎফর হাসানের সুরে ‘একলা আগুন্তক’ নামক মিশ্র অ্যালবামে একসঙ্গে গান গেয়েছেন তারা। এ অ্যালবামটি আসছে কোরবানি ঈদে প্রকাশ পেতে যাচ্ছে। অ্যালবামে লুৎফরের সুরে আরও গান গেয়েছেন সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, পারভেজ, পুতুল, মশিউর বাপ্পি, অয়ন চাকলাদার, নিশাদ নূর প্রমুখ। গানগুলোর সংগীতায়োজন করেছেন বাপ্পি ও অয়ন। এদিকে ঈদে একই অ্যালবামে মেয়ের সঙ্গে গান গাইতে পারায় বেশ আনন্দিত দিলরুবা খান। এ বিষয়ে তিনি বলেন, আমার মেয়ে ছোটবেলা থেকেই আমার পথ ধরে গান করছে। পাশাপাশি অভিনয়ও করছে। আমি নিজেও ওর গান বেশ পছন্দ করি। এ অ্যালবামে ওর গাওয়া গানটি আমি শুনেছি। ভাল লেগেছে আমার। আর একই অ্যালবামে মেয়ের সঙ্গে গান করেছি, তাই অনুভূতিটা ভাল ও অন্যরকম। এদিকে মা দিলরুবা খানের সঙ্গে মিশ্র অ্যালবামে গান করা প্রসঙ্গে শিমূল খান বলেন, গানে মা’ই আমার আদর্শ। তার গান শুনে শুনেই বড় হয়েছি। তাই তার সঙ্গে এক অ্যালবামে গান গাইতে পারাটা আসলে নিজের সৌভাগ্য মনে করছি। এরকম একটি সুযোগ করে দেয়ার জন্য লুৎফর ভাইকে ধন্যবাদ। আমাদের দু’জনের গান দুটি ভিন্নধারার হয়েছে। আশা করছি শ্রোতাদের ভাল লাগবে। লুৎফর হাসান বলেন, আমাদের দেশের ফোক গানের বিশিষ্ট শিল্পী দিলরুবা খান। তার মতো একজন গুণী ও বড় মাপের শিল্পীকে আমার অ্যালবামে পেয়েছি বলে অনেক ভাল লাগছে। পাশাপাশি আমার সুরে তার মেয়েও একটি গান গেয়েছেন এ অ্যালবামে। আমি আমার ধারা অনুযায়ী তাদের কথা মাথায় রেখেই গান দুটি করেছি। বাকিটা শ্রোতারা বিচার করবেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
- হোম
- /
- ফিচার পাতা
- /
- নারীমঞ্চ
- /
- একই অ্যালবামে মা-মেয়ে
আরও সংবাদ
ঢাবির পরীক্ষায় কান ও মুখ খোলা রাখার নোটিশ…
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ও প্রেজেন্টেশন চলাকালে প্রত্যেক ছাত্রীর কানসহ মুখ খোলা রাখার... বিস্তারিত
বন্ধ্যত্ব: অবহেলা নয় মোটেও – সমাধান হোমিওপ্যাথিতে আছে
প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ *********** বন্ধ্যত্ব: অবহেলা নয় মোটেও ************************* যখন কোনো সক্ষম দম্পতি... বিস্তারিত
ব্রেষ্ট টিউমার ও ক্যান্সারের চিকিৎসায় হোমিওপ্যাথি
প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ :সাম্প্রতিকালে সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশেও স্তন ক্যান্সারের... বিস্তারিত
কবি-সাহিত্যিকরা যেমন নারীর মন বুঝতে পারেন না ;…
ডাঃ বশির মোহাম্মদ ইলিয়াস / প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ Uterine bleeding :- কবি-সাহিত্যিকরা যেমন নারীর মন... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।