স্টাফ রিপোর্টার:
ছেলে শামীম আহম্মেদ জেএসসি পরীক্ষার্থী। আর বাবা আবুল কাশেম পরীক্ষা কেন্দ্রের হল সুপার। বিষয়টি প্রশাসনের নজরে আসলে আজ মঙ্গলবার পরীক্ষা শুরু হবার ১০ মিনিট পর বাবা আবুল কাশেমকে পরীক্ষা কেন্দ্র থেকে অব্যাহতি দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেক। তিনি বলেন,‘পরীক্ষা বিধিমালানুযায়ী কোন পরীক্ষার্থীর নিকটাত্মীয় থাকলে ওই কেন্দ্রে বা হলের দায়িত্বে থাকা যাবে না। বাবা-ছেলে একই পরীক্ষা কেন্দ্র থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাবা আবুল কাশেমকে অব্যহতি দেয়া হয়েছে।’
বাবা আবুল কাশেম হাজীগঞ্জ পৌর এলাকার রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার ছেলে শামীম আহম্মেদ আল-কাউছার স্কুলে পড়ালেখা করলেও জেএসসি পরীক্ষার রেজিষ্টেশন করেছেন পিরোজপুর উচ্চ বিদ্যালয় থেকে। এতে বাবা পরীক্ষক আর ছেলে পরীক্ষার্থী হিসেবে একই কেন্দ্রে পড়ে।
পরীক্ষা কেন্দ্রের সূত্রে জানা গেছে, জেএসসি পরীক্ষার্থী শামীম আহম্মেদ ১৭ নম্বর হলের পূর্ব সারীর ৪র্থ বেঞ্চে বসে পরীক্ষা দিচ্ছে। তার বাবা আবুল কাশেম কেন্দ্রের হল সুপার হলেও সব সময় ছেলে কাছে গিয়ে পরীক্ষায় সহযোগিতা করার অভিযোগ উঠে।
জানতে চাইলে কেন্দ্র সচিব আবদুল মালেক পাটওয়ারী বলেন, বাবা-ছেলের বিষয়টি আমাদের জানা ছিল না। এখানে আমিন মেমোরিয়াল, পিরোজপুর, প্যরাপুর, রান্ধুনীমুড়া ও সপ্তগ্রাম স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।
‘শামীম আহম্মেদ আমার ছেলে স্বীকার করলেও অব্যহতি পাওয়া প্রধান শিক্ষক আবুল কাশেম মুঠোফোনে আর কিছু বলতে চায়নি।