হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর আকবর হোসেন নিজ প্রবাসী ও চাকুরীজীবীসহ পরিবারের ৭ জনের নাম ভাঙ্গিয়ে ভিজিএফের চাল আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
বিশস্ত সূত্রে জানা গেছে, ওই কাউন্সিলর তাঁর ভাই, ভাইয়ের স্ত্রী, বোন ও ভাগীনাসহ ৭ জনের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণে করেছেন।
যদ্দুর জানা গেছে, গত ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রানালয় থেকে দুস্ত পরিবারের জন্য ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়। চাউল বিতরনে স্থানীয় ১১ নং ওয়ার্ড কাউন্সীলর আকবর হোসেন তাঁর পরিবারের আর্থিক ভাবে স্বচ্ছল ভাই ও ভাইদের স্ত্রী এবং চাঁদপুর সদর উপজেলা রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামের তালুকদার বাড়ির বোন ভাগীনাদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করেছে।
বিতরণের তালিকা সূত্রে দেখা যায়, পৌরসভায় স্থানীয় কাউন্সিলরের স্বাক্ষরিত চাউল বিতরণের মাস্টার রোলের তালিকা ভূক্ত ১৫৩ নং জুমাখান পিতা মৃত ফাজিল উদ্দিন, তালিকা নং ১৫৪ পারভীন স্বামী জুমাখান, তালিকা নং ১৫৫ আমির হোসেন পিতা মৃত ফাজিল উদ্দিন, তালিকা নং ১৫৬ আমেন বেগমা স্বামী আমির হোসেন সকলেই কাউন্সিলর আকবর হোসেনের ভাই ও ভাইয়ের স্ত্রী। ভাইদের মধ্যে জুমাখান প্রবাসী অপর ভাই আমির হোসেন ঢাকায় ব্যবাস করেন। বোন জাহেদা ও ভাগীনা শুকু মিয়া তালুকদার চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামের তালুকদার বাড়ির অধিবাসী।
এই অনিয়মের প্রসঙ্গে কাউন্সিলর আকবর হোসেন গতকাল রাতে মুঠোফোনে জানিয়েছেন, তারা সকলেই আমার পরিবারের সদস্য। আমার বোন ওই ওয়াের্ডর ভোটার। অন্যান্যদের প্রসঙ্গে তিনি মন্তব্য করতে নারাজ। তবে তিনি ঢাকায় আছেন, আসলে সাক্ষাতে কথা হবে বলে জানান।
শিরোনাম:
শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।