চাঁদপুর প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা এপ্রিলের প্রথম সপ্তাহে চাঁদপুর আসছেন। জেলা প্রশাসন চাঁদপুর বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক জানিয়েছেন, প্রধানমন্ত্রী মহোদয় এপ্রিলের ৭, ৮, ৯ তারিখের মধ্যে যে কোনো দিন চাঁদপুর আসছেন। জেলা প্রশাসন থেকে চাঁদপুরের বিভিন্ন বিভাগের প্রধানদের এ খবর জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চাঁদপুরের জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের মূল উদ্দেশ্যে হচ্ছে ১৫০ মেগাওয়াট বিদু্যৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করা। এছাড়াও তিনি মেরিন একাডেমী, আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভিত্তি ফলক উন্মোচন করবেন বলে নিশ্চিত হওয়া গেছে। উদ্বোধনের তালিকায় বিদ্যুৎ কেন্দ্রের বাইরে নিশ্চিত হয়েছে ডায়াবেটিক হাসপাতাল। আর চাঁদপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন ও বড় স্টেশন মোলহেডের ‘রক্তধারা’ও উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। তবে এ দুটি এখনও নিশ্চিত হয়নি।
এর বাইরেও চাঁদপুরবাসীকে অবাক করে দিয়ে প্রধানমন্ত্রী প্রস্তাবিত ‘নগর ভবনে’র ভিত্তি ফলক উন্মোচন করতে পারেন। তিনি এ সকল কর্মসূচি পালন শেষে চাঁদপুর স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী যদি ‘নগর ভবনে’র ভিত্তি ফলক উন্মোচনই করেন তাহলে ‘চাঁদপুর পৌরসভা’কে সিটি কর্পোরেশন ঘোষণা দেয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।