প্রতিনিধি ==
চাঁদপুরে সর্বজনীন বিজয় উৎসব মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০১২ গৌরবের ২২ বছর। আজ ১ ডিসেম্বর রোববার সন্ধ্যা ৬ টায় মাসব্যাপী বিজয় মেলার শুভ সূচনা করা হবে। এ উপলক্ষে গতকাল ৩০ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৪টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার মাঠে চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিজয় মেলার প্রতিষ্ঠাকালীন সদস্যসচিব অ্যাডঃ বিণয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে ও বিজয় মেলার মহাসচিব অ্যাডঃ বদিউজ্জামান কিরণের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মেলার আইনশৃঙ্খলার বিষয়ে আন্তরিকতার প্রকাশ করেছে। পুলিশ সুপার মোঃ আমির জাফরের নির্দেশে প্রতিটি সাংস্কৃতির সংগঠনের সদস্যদেরকে মেলার সাথে সম্পৃক্ত থেকে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে হবে। এতে পুলিশ প্রশাসনের পাশাপাশি নিরাপত্তা বজায় থাকবে। তবে তাদেরকে পরিচয়পত্র অবশ্যই ব্যবহার করতে হবে। আপনারা যারা বিজয় মেলার পদ-পদবীতে আছেন, শুধু ম্যাগাজিনের ছবি ছাপার জন্য থাকলেই চলবে না। ঐ মনমানসিকতার ব্যক্তিদেরকে মেলা থেকে দূরে থাকা ঠিক নয়। এবছররের বিজয় মেলার চেয়ারম্যান অ্যাডঃ সলিমুল্যা সেলিম হৃদরোগে আক্রান্ত হওয়া সুস্থ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করার জন্য অ্যাডঃ জহিরুল ইসলামের নাম প্রস্তাব হলে সভায় সকলের সিদ্ধান্তে তা গৃহীত হয়। যখন চেয়ারম্যান অ্যাডঃ সলিমুল্লা সেলিম সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে আসবেন, তখন থেকে তিনি সেই দায়িত্ব পালন করবেন। এবছর বিজয় মেলাকে বিজ্ঞান প্রযুক্তির আওতায় এনে বর্তমান দেশের প্রেক্ষাপটের কারণে বিজয় মেলার মাঠে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। মেলা মাঠে নিরাপত্তাজণিত কারণে এই সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
এবছর বিজয় মেলা মাঠে ১শ’ ৪৩টি বাণিজ্যিক স্টল স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১০২টি স্টল চাঁদপুরের এবং বাকী ৪১টি ঢাকা, নারায়ণগঞ্জ, সোনারগাঁও, কুমিল্লা, নোয়াখালীসহ অন্যান্য জেলার। সভায় বক্তারা আরো বলেন, আগামী কয়েক বছর প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে আমরা জীবিত অবস্থায় পাবোনা। তাই এবছর যেসব মুক্তিযোদ্ধা স্মৃতিচারণ করতে আসবে তাদের স্মৃতিচারণকে সংরক্ষণ করতে ভিডিও চিত্র ধারণ করে রাখার প্রস্তাব রাখা হয়। তারা আরো বলেন, চাঁদপুরের মুক্তিযুদ্ধের বিজয় মেলাকে কোন অপশক্তি আক্রমণ করতে পারবে না। সকল অপশক্তিকে রোধ করতে বিজয় মেলার সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন, অ্যাডঃ জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা অজিত সাহা, বিজয় মেলার সাবেক চেয়ারম্যান অ্যাডঃ আব্দুল লতিফ শেখ, অ্যাডঃ সেলিম আকবর, ব্যাংকার মজিবুর রহমান, কূপন পরিষদের আহ্বায়ক শহীদ পাটওয়ারী, মাঠ ও মঞ্চ পরিষদের আহ্বায়ক হারুন আল রশিদ, মুক্তিযোদ্ধা এস এম সালাউদ্দিন, নাট্য পরিষদের আহ্বায়ক তপন সরকার, সদস্য সচিব বিএম হান্নান, সাংস্কৃতি পরিষদের আহ্বায়ক শরীফ চৌধুরী, সদস্য সচিব কৃষ্ণা সাহা, প্রকাশনা পরিষদের সদস্য সচিব রহিম বাদশা, মিডিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক কেএম মাসুদ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি পীযূষ কান্তী রায় চৌধুরী প্রমুখ। এছাড়া মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাথে সম্পৃক্ত কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
শিরোনাম:
শনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।