হাইমচর প্রতিনিধি:
চাঁদপুর রেভিনেক্স বিডি লিমিটেড নামে এমএলএম কোম্পানীর এক কর্মকর্তা গ্রাহকের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে।
শিমুল নামে ওই প্রতারক বিভিন্ন মানুষকে বড় অঙ্কের লাভের কথা বলে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ৪/৫ লাখ করে টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগকারীরা জানান, হাইমচর কলেজ এলাকার এই প্রতারক মানুষ জনের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলে এবং কৌশলে কথার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। জানা যায় ঔষধ কোম্পানীতে চাকুরিরত বুলেট ও গুয়াখোলার নন্দাসহ দু’ জনের নিকট থেকে সে ৮/১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। চাঁদপুর পৌর এলাকার জাফরাবাদ গ্রামের মৃত মহিউদ্দিন খানের ছেলে তোফাজ্জল হোসেন (তাপু)কে প্রতারক শিমুল রেভিনেঙ্ বিডি লিমিটেডের একটি কম্পিউটার কপি দিয়ে তার নিকট ৫/৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এমনিভাবে সে মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে রয়েছে। অসহায় ব্যক্তিরা তাদের টাকা হারিয়ে প্রশাসনসহ বিভিন্নজনের নিকট ঘুরে বেড়াচ্ছে।