শাহরাস্তি প্রতিনিধিঃ আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে দেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। আমি এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যেমন শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবন, ডাকাতিয়া নদীর উপর ৮টি ব্রীজ, বিভিন্ন ইউনিয়নে ব্রীজ, কালভার্ট, রাস্তা, বিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের জনগনের কথা ভাবেন। তাই এ সরকার যখনই ক্ষমতায় আসেন তখন দেশের উন্নয়ন হয়। গতকাল ২১ অক্টোবর শনিবার জনতা উচ্চ বিদ্যালয়ের চার তলা ভিত বিশিষ্ট এক তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে টেলি কন্ফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম উপরোক্ত কথাগুলো বলেন। জনতা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও অভিভাবক সদস্য মোঃ মফিজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের আহবায়ক হাজী আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফরিদ উল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টামটা দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল আলম মানিক, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সফিকুর রহমান মজুমদার, আওয়ামীলীগ নেতা মোঃ জাকির হোসেন, বিদ্যালয়েল বিদ্যুৎসাহী সহস্য মোঃ শাহজাহান, দাতা সদস্য মোঃ নজরুল ইসরাম, অভিভাবক সদস্য এনামুল হক মানিক, আনিছুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সুধিজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ওবায়েদুর রহমান মজুমদার। ভিত্তি প্রস্তর স্থাপন কালে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওঃ মোঃ কবির হোসেন।