স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের মাদ্রাসা রোডের মুন্সি বাড়ী নিবাসী মরহুম দেলোয়ার হোসেন (পেশকার) ও চাঁদপুর জেলা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী আক্তার হোসেন সরকারের মাতা আলহাজ্ব মমতাজ বেগম ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি গত ৮ আগষ্ট রোজ রবিবার ভোর ৬ টায় ঢাকায় একটি হাসপাতালে বার্ধক্য জনিত কারনে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরন করেন।
একই দিন বাদ আছর মরহুমার জানাজার নামজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড,আহসান হাবিব,সাধারন সম্পাদক আঃআল মামুন,সাবেক সভাপতি অ্যাড,সেলিম আকবর সহ জসিম পাটোওয়ারী,ছাইদুল ইসলাম বাবু,জাহাঙ্গীর খান,এটিএম মোন্তফা কামাল,মাইনুল ইসলাম,ইয়াসিন আরাফাত,শাহজাহান মিয়া,ছানাউল্লাহ দাফন সম্পন্ন করা হয়। মৃত্যু কালিন সময়ে তার বয়স ছিল ৭০ বছর। তিনি দুই ছেলে চার মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের বড় ছেলে জনাব,মোক্তার হোসেন সরকার বর্তমানে সেটেলমেন্ট প্রেস অফিসার হিসেবে ঢাকার তেজগায়ে কর্মরত আছেন, এবং ছোট ছেলে জনাব,এ্যাডভোকেট আক্তার হোসেন সরকার চাঁদপুর জেলা জজ কোর্টের আইন জীবি। মরহুমার রুহের
মাগফেরাত কামনায় তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোওয়া কামনা করা হয়।