স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ওয়ারল্যাছ মুন্সিবাড়ি এলকায় মতলব (উঃ) উপজেলার কলাকান্দি গ্রামের প্রবাসী সৈয়দ আহমদ প্রধানিয়া ৩৫ শতাংশ জমি ক্রয় করে দোতলা ১টি বাড়ি নির্মাণ করেন। ঐ বাড়ি করাকে কেন্দ্র করে এলাকার কতিপয় বখাটে চাঁদা দাবি করে এবং বিভিন্নভাবে তাকে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, সৈয়দ আহমেদ প্রধানিয়া সিঙ্গাপুর প্রবাসী। সে তার সন্তানদের পড়ালেখার কথা চিন্তা করে চাঁদপুর শহরের অদূরে ওয়ারল্যাচ এলাকায় জমি কিনে বাড়ি করে। আর এ জমিমে বাড়ির কাজ করতে গেলে স্থানীয় মৃত বুজরত আলীর ছেলে ওহিদুর রহমান পাটোয়ারী, আয়াত উল্লাহ চৌকিদারের ছেলে মোঃ হান্নান চৌকিদার ও আহসান বিভিন্ন সময় মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। তারা ৰমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে একের পর এক অন্যায় কাজ করছে বলে এলাকাবাসী জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক ক’জন জানান, এ এলাকায় নতুন কোনো লোক বাড়ি করা বা জমি ক্রয় করলে তাদেরকে চাঁদা দিতে হয়। এমনকি তারা সময় মতো দাবিকৃত চাঁদা না পেলে বাড়িঘর ভাংচুর ও মারধর করে। এ নিয়ে এ এলাকায় ও থানায় কয়েকবার সালিস বৈঠক হয়েছে বলে তারা জানান। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।