কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ার চাঁনপাড়া গ্রামে শুক্রবার রাতে সাংবাদিক আকাশ ও আওয়ামীলীগ নেতা মো: সফর আলী’র ঘরে সিঁধ ও গ্রীল কেঁটে চুরি সংঘটিত হয়। এতে প্রায় ২ লাক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
সরেজমিনে জানা যায়, ১২ ফেব্র“য়ারী শুক্রবার রাত আনুমানিক ২ ঘটিকার সময় সাংবাদিক আকাশের বসত ঘরের তিন দিকে সিঁধ কেঁটে গৃহে প্রবেশ করে তার ব্যবহারিত ১টি স্যামসাং গ্লাক্সি ও ১টি উইনস্টার মোবাইল সেট , যার ব্যবহারিত মোবাইল নাম্বার- ০১৭১৩-৬২৬৫১৮, ০১৮১৯-৫০৮৭৩২, ০১৭১০-২২৪৭২২, বৈদ্যুতিক তার, বিদেশী কাপড়, এবং জায়গা জমির কাগজপত্র সহ প্রায় ১লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় রাতের অন্ধকারে সংঘদ্ধ চোররা সাংবাদিক আকাশকে হত্যার উদ্দেশ্যে মুখ চেপে ধরে । সাংবাদিক আকাশের ডাক চিৎকারে বাড়ির ও গ্রামের লোকজন ছুটে আসে। এক পর্যায়ে চোর দল পালিয়ে যায়।
একই রাতে গ্রামের আওয়ামীলীগ নেতা মো: সফর আলী’র ঘরের জানালার গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে ২টি মোবাইল ও কাপড় চোপড়সহ প্রায় ১ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, বিগত তিন মাস পূর্বে চাঁনপাড়া গ্রামের আক্কাস আলী’র পুত্র চিহ্নিত চোর মো; মানিক মিয়া সাংবাদিক আকাশের নতুন বাড়ি থেকে পানি সেঁচের মেশিন চুরি করে নিয়ে যায়। মেশিন চুরির বিষয়টি মানিক মিয়া করেছে বলে স্বাক্ষী প্রমাণের মাধ্যমে সাংবাদিক আকাশ জানতে পেরে এলাকাবাসীর নিকট চুরির বিচার চাইলে এলাকাবাসী শালিশ বসে মানিক মেশিন চুরি করেছে বলে প্রমানিত হয়। এ সময় চোর মানিকের বাবা আক্কাস আলী তার ছেলের চুরির বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে এবং মেশিন ক্রয়ের জন্য ২০ হাজার টাকা জরিমানা দেয়। জরিমানা দেওয়ার পর থেকে মানিক আকাশ ও তার পরিবারের লোকজনের ক্ষতি করতে আরও বেপরোয়া হয়ে পরে এবং বিভিন্ন ভাবে আকাশ ও শালিশীদেরকে দেখে নিবে বলে হুমকি দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।