শওকত আলী॥
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত পৌরসভার তফসিলে চাঁদপুর জেলার ৫টি পৌরসভার মধ্যে কচুয়া পৌরসভাটি অন্যতম। এ পৌরসভার নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক যুবলীগ নেতা ও উক্ত পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর এবারের নির্বাচনী মেয়র প্রার্থী মোঃ ইকবাল আজিজ শাহীনকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগসহ পুলিশি হয়রানি ও হুমকি ধমকী দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ ইকবাল আজিজ শাহীন স্বাক্ষরিত একপত্রে অভিযোগ সংক্রান্ত বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের কাছে এক লিখিত অভিযোগ করেন। যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ হওয়ার পর থেকেই ওই রাত্রে শুরু করে পুলিশ হয়রানি। তল্লাশীর নামে তার বাড়িতে পুলিশ গিয়ে তাকে খোজ করছে। এমনকি বিভিন্নভাবে তাকে মনোনয়নপত্র প্রত্যাহারের চাপ সৃষ্টি করছে। তার পক্ষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের যেসকল নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে সরে যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন এবং তারপক্ষে নির্বাচনী কাজ করলে বিভিন্ন মামলায় আসামী করারও হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগ করেছেন মেয়র প্রার্থী ইকবাল আজিজ। ইতিমধ্যে তিনি উল্লেখিত অভিযোগ বিষয়গুলো মৌখিকভাবে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। গতকাল উল্লেখিত অভিযোগগুলো তিনি স্বাক্ষরিত পত্রে নির্বাচন কমিশন, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন অধিদপ্তরে অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে তিনি আজকালের মধ্যেই সাংবাদিকদের সাথে বসে সব বিষয়ে অবহিত করবেন বলে জানান। তবে তিনি নির্বাচনী মাঠ ছাড়বেন না। পৌরবাসীকে ভয়ভীতির উর্ধ্বে থেকে আগামী ৩০ ডিসেম্বর সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান।