কচুয়া প্রতিনিধিঃ
কচুয়া উপজেলার রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. এটিএম শাহালম সিকদারের বহিষ্কারের দাবীতে বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারও দুপুরে শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবীতে কলেজ প্রাঙ্গন থেকে রহিমানগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কলেজের প্রভাষক হাফিজ উদ্দীন জানান, সোমবার ৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত মিটিংয়ে আমাকে পদত্যাগ করার জন্য বলা হলেও তাতে আমি সম্মত হইনি। এক পর্যায়ে আমার উপর চাপ সৃষ্টি করা হলে আমি পদত্যাগ পত্র দাখিল করতে বাধ্য হই। বিষয়টি সম্পর্কে কলেজ গভর্নিং বডির সভাপতি ড. হেলাল উদ্দীন খান শামসুল আরেফীনের নিকট মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি এ প্রতিনিধি কে বলেন-আপনারা যে সংবাদ লিখেছেন, তাতে প্রভাষক হাফিজ উদ্দীন কর্র্তৃক অধ্যক্ষকে লাঞ্চিত করার কোন তথ্যই তো পরিবেশন করেননি। ঘটনার দিন এ প্রতিনিধি অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে, তিনি শুধুমাত্র বলেন-শিক্ষার্থীরা কেন আমার বিরুদ্ধে যাবে।
এদিকে ৮ ফেব্রুয়ারীর ঘটনা নিয়ে সচেতন অভিভাবদের অভিমত, ৮ ফেব্রুয়ারী যা ঘটেছে এর সঠিক তথ্য উদঘাটন করে কলেজের সুনাম-সুখ্যাতি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া একান্ত আবশ্যক।
শিরোনাম:
বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।