কচুয়া উপজেলার কাদলা গ্রামের প্রবাসী রহমত উল্যাহ’র স্কুল পড়–য়া মেয়ে ফারহানা আক্তার (১৫) অপহরণের ৫দিনেও উদ্ধার হয়নি। এ ঘটনায় ফারহানা আক্তারের মা শিরিন আক্তার বাদী হয়ে বখাটে আব্দুল কাদেরসহ কয়েক জনকে আসামী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ফারহানা আক্তার গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার সময় পথিমধ্যে একই উপজেলার ডুমুরিয়া গ্রামের অধিবাসী আব্দুল হানিফের বখাটে পুত্র আব্দুল কাদের (১৬), তার সহযোগী একই গ্রামের বখাটে ইসমাইলের নেতৃত্বে ৫/৭ জন বখাটে যুবক ওই ছাত্রীকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহৃতা স্কুল ছাত্রী ফারহানা আক্তারের মা শিরিন বেগম জানান, বখাটে আব্দুল কাদের আমার মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিলো। ঘটনার দিন মেয়ে প্রতিদিনের ন্যায় স্কুলে যায়, পরে বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে না আসায়, খবর নিয়ে থানায় অভিযোগ দায়ের করি। তিনি আরো বলেন, মেয়ে অপহরণের পর থানায় অভিযোগ করেও কোন ফলপ্রসূ হয়নি। এমনকি মেয়েটি বর্তমানে কোথায় আছে তারও কোন ঠিক ঠিকানা পাইনি।
স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন জানান, বিভিন্ন সময় বখাটে আব্দুল কাদের ওই স্কুল ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো। ঘটনার দিন বখাটে আব্দুল কাদের, একই গ্রামের হারুন মেম্বারের বখাটে পুত্র ইসমাইলসহ আরো কয়েক জন যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ ব্যাপারে কচুয়া থানার সেকেন্ড অফিসার (এসআই) মোঃ সাদেকুর রহমান জানান, স্কুল ছাত্রী ফারহানা আক্তারকে অপহরণের বিষয়ে তার মা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে স্থানীয় এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে বিষয়টি সমাধানের জন্য আমাকে অনুরোধ করে। তবে শুনেছি মেয়েটি গুলবাহার গ্রামের মুক্তার খানের জিম্মায় রয়েছে।
এব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু জানান, স্কুল ছাত্রী অপহরণ নয়, তার মা জানিয়েছেন পূর্বে ওই ছেলের সাথে তাদের বিয়ে হয়েছে। বিষয়টি দু’পরিবারের সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। এদিকে এলাকাবাসী জানিয়েছে, উপজেলার ডুমুরিয়া গ্রামের অধিবাসী হারুন মেম্বারের বহুলালোচিত পুত্র ইসমাইল এই ঘটনার মূল হোতা। ইতিপূর্বে ইসমাইল এলাকায় নানান অপকর্ম বীরদর্পে চালিয়ে আসছে। এছাড়া একটি মহল অপ্রাপ্ত ছেলে-মেয়ের ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে ভিন্ন চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।