স্টাফ রির্পোটার ॥ চাঁদপুরের কচুয়া উপজেলার ৭নং কচুয়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ সচিব বিজয় কৃষ্ণ শীলকে দায়িত্বরত অবস্থায় অফিস কক্ষে ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আছাদুজ্জামান রাসেল কর্তৃক লাঞ্ছিত করার ঘটনায় ইউএনও’র নিকট লিখিত অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
রবিবার ইউনিয়ন পরিষদ কার্যলয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওই ইউনিয়নের ট্যাগ অফিসার মো.জামাল হোসেন তদন্ত কর্মকর্তা হিসেবে তদন্তের কার্যক্রম করেন। এসময় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন, কচুয়া উপজেলা ইউপি সচিব সমিতির (বাপসা) সভাপতি মো.অলি উল্লাহ,সাধারন সম্পাদক মো.ফররুখ আহমেদ,সাংগঠনিক সম্পাদক মো.জাকির হোসেন, ৭নং কচুয়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো.আব্দুল খালেক, মো.মনির হোসেন, শরীফুল ইসলামসহ অভিযোগের উল্লেখিত স্বাক্ষীগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত বুধবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ সচিব বিজয় কৃষ্ণ শীলকে দায়িত্বরত অবস্থায় অফিস কক্ষে সচিবকে ইউপি সদস্য মো. আছাদুজ্জামান রাসেল লাঞ্ছিত করছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগে গতকাল রবিবার তদন্ত করা হয়।