প্রতিনিধি
কচুয়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী আবুল কালাম (৪৫)কে চল্লিশ পিচ ইয়াবাসহ গতকাল শনিবার দুপুরে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন পৌরসভার করইশ গ্রামের মৃত আঃ আজিজের ছেলে কালামকে নিজ গৃহ থেকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
কচুয়া থানার সেকেন্ড অফিসার এসআই সাদেকুর রহমান জানান, কালামের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকের আরো ৬টি মামলা রয়েছে এবং গত এক বছরে তাকে আমি ছয়বার গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করলেও আদালত থেকে জামিনে এসে পুনরায় সে মাদক ব্যবসায় লিপ্ত হয়।