কচুয়া উপজেলার নাছিরপুর গ্রামের ইয়াবা সেবনকারী আবদুস সোবহানের পুত্র আনোয়ার হোসেন (৩৩)কে ইয়াবা সেবনের অভিযোগে গতকাল রোববার কচুয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডলের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া ভবিষ্যতে আর কোনো মাদকদ্রব্য গ্রহণ করবে না, করলে ২ বছরের কারাদ- ভোগ করবে এমন মুছলেকা আদায় করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল মুছলেকায় সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন।
এদিকে সাজাপ্রাপ্ত এ ইয়াবা সেবনকারী আনোয়ার হোসেনের ছবি তুলতে সাংবাদিকদের বাধা দেন চেয়ারম্যান আহসান হাবীব। এতে সাংবাদিকসহ উপস্থিত পুলিশ ও অন্যান্য লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। উল্লেখিত ইয়াবা সেবনকারী আনোয়ার হোসেন একজন মাদকসেবী হিসেবে এলাকায় বেশ কুখ্যাত ও সমালোচিত। সে উঠতি বয়সের যুবকদের মাদক সেবনে উৎসাহিত করে থাকে বলে এলাকাবাসীর পক্ষ থেকে ব্যাপক অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার পাড়াগাঁও গ্রামের মাদক বিক্রেতা রাহাত চক্রদের কাছ থেকে ৫ পিচ ইয়াবা ক্রয় করে বাড়ি ফেরার পথে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।