কচুয়া রিপোর্টার=====
কচুয়ায় আক্তার হোসেন নামের নামধারী এক কাজীর বিরুদ্ধে ভূয়া তালাকনামা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আর এ বিবাহ বিচ্ছেদের (তালাকনামার) ঘটনা সর্ম্পকে তথ্য জানতে চাইলে সাংবাদিককে হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকি দেয় ওই নামধারী কাজী। এ বিষয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন দৈনিক চাঁদপুর বার্তার বিশেষ প্রতিনিধি হুমকির শিকার গাজী মোঃ রহমত উল্যাহ। যার নং ১৮৬, তারিখ ০৫/১১/২০১৩খ্রিঃ।
সূত্রে জানা গেছে, ওই কাজীর প্ররোচনা ও পরামর্শে শাহরাস্তি উপজেলার টামটা গ্রামের হাবীব উল্যাহর মেয়ে সালমা আক্তারকে পার্শ্ববর্তী কচুয়ার আশ্রাফপুর গ্রামের আবুল বাসারের ছেলে আবুল কালাম সম্প্রতি বিবাহ বিচ্ছেদ দেয়।
বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে দু’সন্তানের জননী সালমা আক্তার জানান, স্বামী আবুল কালামের সাথে আদালতে মামলা চলাকালীন সময়ে ওই কাজী ভূয়া তালাকনামা উপস্থাপন করে। যেই নামে তালাকনামা তৈরি হয়েছে আমার নামের পরিবর্তে খুকি আক্তার নামে অন্য এক মহিলার নাম উল্লেখ করা হয়। যা নিয়ে আমি স্বামীর অধিকার ফিরে পেতে চাঁদপুরের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। মামলার প্রেক্ষিতে পুলিশ আমার স্বামী আবুল কালামকে গ্রেফতার করে।
এদিকে দৈনিক চাঁদপুর বার্তার বিশেষ প্রতিনিধি গাজী মোঃ রহমত উল্লাহ জানান, বিবাহ বিচ্ছেদের সংক্রান্ত বিষয়ে ওই কাজীর কাছে মোবাইলে তথ্য জানতে চাইলে সে গতকাল মঙ্গলবার সকালে উত্তেজিত হয়ে আমার হাত-পা ভেঙ্গে দেয়াসহ হুমকি ও অশালীন ভাষায় গালমন্দ করে। একপর্যায়ে সে হামলা-মামলাসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। তিনি আরো জানান, নামধারী ওই কাজীর গাল-মন্দের ভয়েস রেকর্ড কচুয়া থানা পুলিশকে অবহিত করে সাধারণ ডায়েরী করি। এ ঘটনায় সাংবাদিক গাজী রহমত উল্লাহ তার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তহীনতায় ভুগছেন।
এদিকে এলাকা সূত্রে জানা গেছে, চাঙ্গিনী গ্রামের বড় বাড়ির আক্তার হোসেন দীর্ঘদিন যাবৎ নিজেকে এক বড় মাপের কাজী পরিচয় দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে এলাকায় নিরীহ লোকদের বিয়ে পড়ানো ও বিবাহ বিচ্ছেদের নাম করে লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছে।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।