প্রতিনিধি
কচুয়ায় কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেছে। পুলিশ মামলায় অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে।
মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার উত্তর গোহট ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের এক রিক্সা চালক ও স্থানীয় সৌর বিদ্যুৎ অফিসে বুয়ার কাজ করা এক নারীর কিশোরী কন্যা গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় দুই বছর বয়সী তার ছোট ভাইসহ তাদের নিজ বাড়িতে অবস্থান করছিল। এ সময় ছোট ভাই কান্নাকাটি শুরু করলে তাকে কোলে নিয়ে তার মায়ের কর্মস্থল সৌর বিদ্যুৎ অফিসে রওয়ানা হয় ওই কিশোরী। পথিমধ্যে হাফেজ মোজাম্মেলের পরিত্যক্ত দো-চালা টিনের ঘরের সামনে পেঁৗছামাত্র একই গ্রামের ইউনুছ মিয়ার পুত্র ইমন মিয়া (২৮), আঃ মতিনের পুত্র শরীফ হোসেন (৩০) ও বাবুল মিয়ার পুত্র স্বপ্ন মিয়া (২০) ওই কিশোরীর মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক পরিত্যক্ত দো-চালা টিনের ঘরে নিয়ে যায়। পরে তারা তাকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের পর তারা এ ঘটনা কাউকে জানালে তার ছোট ভাই ও তাকে হত্যা করবে বলে হুমকি দিয়ে চলে যায়। তাদের ভয়ে ওই কিশোরী এতদিন কাউকে কিছু জানায়নি। ঘটনার ২ মাস অতিবাহিত হওয়ার পর তার শরীরের পরিবর্তন দেখায় তার পিতা-মাতা তাকে ডাক্তারের নিকট নিয়ে গেলে ডাক্তার তার গর্ভে সন্তান রয়েছে বলে জানায়। পরে কিশোরীটি ঘটনাটি তার পিতা-মাতাসহ অন্যদেরকে জানায়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইবরাহীম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ আজ (গতকাল মঙ্গলবার) বিকেলে অভিযুক্ত তিন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।