১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাত সাড়ে ১১ টায় বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) মানুষের ওপর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বিশ্ব মানব সভ্যতার ইতিহাসে এটি একটি ভয়াবহ ঘৃণ্য ও কলঙ্কিত হত্যাযজ্ঞ হিসেবে চিহ্নিত হয়ে আছে। পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’র নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গুলি চালিয়ে বিশ্বের ইতিহাসে নৃশংসতম গণহত্যায় মেতে উঠে। এই ভয়াবহ ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্মরণ করে বাঙালি জাতি।
বৃহস্পতিবার সকালে চাঁদপুরের কচুয়ায় গণহত্যা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কচুয়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপায়ন দাশ শুভের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি একি মিত্র চাকমা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আব্দুল মবিন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাসুদুল হাছান, কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেন প্রমুখ।
চাঁদপুরনিউজ/এমএমএ/