কচুয়া প্রতিনিধি-
কচুয়ায় পারিবারিক কলহের জের ধরে শাহনাজ বেগম (৩০) নামের এক গৃহবধু বিষপাণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালাখাল সর্দার বাড়িতে বিষপানের এঘটনা ঘটে।
খোজ নিয়ে জানা গেছে- উপজেলার পালাখাল গ্রামের বিল্লাল হোসেন ও তার স্ত্রী শাহনাজ বেগমের সাথে মনোমানিল্য হয়। এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে গৃহবধু শাহনাজ বেগম ক্ষোভে অভিমানে গৃহে থাকা কিটনাশক পাণ করে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন টেরপেয়ে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সে ওই হাসপাতালের মহিলা কেবিনে আশংকাজনক অবস্থায় রয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।