প্রতিনিধি
কচুয়া উপজেলার কোমরকাশা গ্রামে আলেয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূ গত মঙ্গলবার সকালে বিষপানে আত্মহত্যা করেছে।
জানা গেছে, আলেয়া বেগমের স্বামী জাহাঙ্গীর আলম প্রায় এক বছর পূর্বে দ্বিতীয় বিবাহ করে। ঘটনার দিন সকালে স্বামীর সাথে আলেয়ার দ্বিতীয় স্ত্রীর বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হয় ও তাকে মারধর করে। এতে ক্ষোভে আলেয়া সকাল সাড়ে নয়টার দিকে স্বামীর ঘরে কীটনাশক সেবন করে। পরে সংজ্ঞাহীন অবস্থায় পাশের বাড়ির লোকজন তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্বামী জাহাঙ্গীর আলম পলাতাক রয়েছে। এ ব্যাপারে কচুয়া থানায় আলেয়ার ভাই শামসুজ্জামান বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।