কচুয়া প্রতিনিধি==
বেসরকারি সংস্থ্যা গ্রামীণ ব্যাংকের পূর্বের অধ্যাদেশ ১৯৮৩-এর পরিবর্তন করে গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ জারি করায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ নভেম্বর রোববার বিকেলে গ্রামীণ ব্যাংক কচুয়া শাখার কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় গ্রামীণ ব্যাংক কচুয়া শাখার এরিয়া কর্মচারী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ কাউছার মিয়াজী, সদস্য মোঃ আল আমিন, শাহজাহান, মহিউদ্দিন সরকার, আনিসুর রহমান প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা দাবি করে বলেন, গ্রামীণ ব্যাংক একটি রাজনীতিমুক্ত স্বচ্ছ প্রতিষ্ঠান। এ ব্যাংক পরিচালনা পর্ষদের ১২ জন সদস্যের মধ্যে ৯জনই ৮৪ লাখ সদস্যের নির্বাচিত প্রতিনিধি। বর্তমান সরকার ১৯৮৩ মালের গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ আইন পরিবর্তন করে ২০১৩ নামে যে আইন করেছে, তা বাস্তবায়ন হলে ব্যাংকটির মারাত্মক ক্ষতি ও ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া সরকার যে কাঠামো আইন করেছে তা বাস্তাবায়ন হলে ঐতিহ্যবাহী এ ব্যাংকের সুনাম বিনষ্ট ও বিশৃঙ্খলা দেখা দিবে এবং বোর্ডে কোন সমস্যা হলে আমানতকারীরা তাদের আমানত তুলে নিতে চাইবে। ঋণ গ্রহীতারা আর ঋণের কিস্তি দিতে চাইবে না। আমরা কোটি মানুষের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক পূর্বের অধ্যাদেশ পরিবর্তন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শিরোনাম:
বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।