প্রতিনিধি
কচুয়ায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দারাশাহী তুলপাই গ্রামের বাচ্চু ঢালির পুত্র ধর্ষক সুমন (২৫)কে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
জানা গেছে, শিশুটি দারাশাহী তুলপাই পণ্ডিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। সে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় তুলপাই বাজারে তার দাদা আঃ খালেকের পান-সুপারী দোকানে আসে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ধর্ষক সুমন সুকৌশলে শিশুটিকে তার পিতার নিকট নিয়ে যাবে বলে তুলপাই গ্রামের কুমারবাড়ির পণ্ডিম পাশে জনৈক তাজু মিয়ার নতুন নির্মাণাধীন বিল্ডিংয়ের বাউন্ডারীর ভেতরে নিয়ে মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
এ দিকে শিশুটি বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার আত্মীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে রাত সোয়া ৭টার দিকে দারাশাহী তুলপাই বাজারের রৌশন আলীর লেপের দোকানের পাশে শিশুটি রক্তাক্ত অবস্থায় আসে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি কর। এ ব্যাপারে শিশুটির পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১২। কচুয়া থানার এসআই মাহাবুব সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতেই অভিযান চালিয়ে ধর্ষক সুমনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যের প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।