প্রতিনিধি
কচুয়া উপজেলার উজানী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু গ্রুপের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে উত্তর কচুয়া ইউনিয়নের উজানী পশ্চিমপাড়া মীরবাড়ি সংলগ্ন মাঠে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আলমগীর হোসেন মিন্টু গং ও আলী আজ্জম গংয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়। আহতদের মধ্যে শাহজাহান (৪৩), খোরশেদ আলম (৪৫), আবু তাহের (৪২), জাহিদ (৩৫), শাহআলম (৫০) ও আলমগীর হোসেন মিন্টু (৪০) কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আলী আজ্জম (৪৫), আলী আক্কাস (৪৮) ও শিপ্রা বেগম (৪৫) কুমিল্লা মেডিকেল কলেজ (কুচাইতলী) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কচুয়া হাসপাতালে চিকিৎসাধীন আহত আলমগীর হোসেন মিন্টু দাবি করেন, ঘটনার সময় তার ভাই মোঃ শাহজাহান তাদের নিজ মালিকীয় জমিতে বীজ বপণের লক্ষ্যে কাজ করছিলো। এ সময় আলী আক্কাস, মনির হোসেন, আব্দুর রাজ্জাক ও নাছির উল্যাহর নেতৃত্বে ১০/১২জন মিলে তার ভাই শাহজাহানের উপর হামলা চালায়। খবর পেয়ে বাকিরা ঘটনাস্থলে গেলে তাদের উপরও তারা হামলা করে। এ ঘটনায় শাহজাহান বাদী হয়ে কচুয়া থানায় তাদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।