মোঃ খোরশেদ আলম শিকদার : চাঁদপুরের কচুয়ার বেরকোটা গ্রামের নুরুল ইসলাম এর সাথে তার ভাই আবুল হোসেন এর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ঘায়েল করতে জেএমবি’র সদস্য বলে পুলিশ সুপার সহ বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ করে হয়রানির করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ ও এলাকাসুত্রে জানাযায়, চাঁদপুরের কচুয়ার ২নং পাথৈর ইউপির বেরকোটা গ্রামের মোঃ নুরুল ইসলাম ও তার ছেলে লোকমান হোসেন এর সাথে একই বাড়ির আবুল হোসেন ও তার ছেলে নবীর হোসেন এর দীর্ঘ দিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এনিয়ে এলাকায় একাধিক শালিশীতে আবুল হোসেন ও তার ছেলে নবীর হোসেন নীতিগত কোন সুবিধা নিতে পারেনি। এতে করে আবুল হোসেন ও তার ছেলে নবীর হোসেন খুবই উত্তেজিত হয়ে প্রতিক্ষকে ঘায়েল করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে। এক পর্যায়ে লোকমান হোসেনকে জেএমবির সদস্যসহ বিভিন্ন মিথ্যা অভিযোগে আখ্যায়িত করে চাঁদপুরের পুলিশ সুপার বরাবরে আবেদন করে এবং বিভিন্ন স্থানে অনুলিপি প্রদান করেন। চাঁদপুরের পুলিশ সুপার আবেদনটি তদন্ত করতে কচুয়া থানাকে দিলে কচুয়া থানার এসআই মোবারক হোসেন বিষয়টি তদন্ত করেন।
এস আই মোবারক হোসেন তদন্ত করে লোকমান হোসেন জেএমবি’র সাথে জড়িত এমন কোন তথ্য তিনি পাননি বলে এ প্রতিনিধিকে জানান। বরং অভিযোগ কারী নবীর হোসেন চাঁদপুরের আইন সহকারীর (মুহুরীর) হুমকি দিয়ে এলাকার নিরীহ মানুষকে মিথ্যা অভিযোগে হয়রানি ও মামলায় জড়িয়ে দেয়ার ভয়ভীতি প্রদর্শন করেন।
তার এ মিথ্যা অভিযোগে লোকমান হোসেন তার পরিবারসহ পুলিশ প্রশাসনকে হয়রানি করেছে। এ নিয়ে এলাকার শান্তিপ্রিয় জনগন ক্ষুদ্ধ। নবীর হোসেন এর মিথ্যা অভিযোগ প্রত্যাহার করতে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানিয়েছেন এলাকাবাসী।