আবু সাঈদ,কচুয়াঃ
ডাকাত আতংকে গত বুধবার বিনিদ্র রজনী কাটিয়েছে কচুয়া উপজেলাবাসী। ডাকাত সন্দেহে জনতা ৩ যুবক কে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হচ্ছে-কুমিল্লা সদর দক্ষিন থানাধীন বিজয়পুরের তুলাতলী গ্রামের আবু তাহেরের পুত্র ইয়াছিন হোসেন (২১), একই থানাধীন চাঁদপুর গ্রামের গাজী বাড়ির আব্দুর রশীদের পুত্র রাকিবুল হাসান (২৪) ও শাহরাস্তি উপজেলার আজাগরা গ্রামের বাহার হোসেনের পুত্র রুবেল হোসেন (২০)।
প্রকাশ, উক্ত তিন যুবক বুধবার রাত ১১টার দিকে একটি পিকআপ যোগে কচুয়া উপজেলার মাসনিগাছা বাজার অতিক্রম করা কালীন এলাকার লোকজরনা ডাকাত সন্দেহে তাদের কে আটক করে। কচুয়া থানা পুলিশ কে খবর দিলে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে পিকআপ সহ উক্ত তিন যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পিকআপটিতে ছিল খালি তৈল-মবিলের কয়েকটি কন্টিনিয়ার। তিন যুবক আটক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মুহুর্তে মধ্যে সংবাদ ছড়িয়ে পড়ে-এলাকায় ডাকাত ঢুকেছে। বিভিন্ন গ্রামের মসজিদের মাইকে মাইকিং করে এলাকায় ডাকাত ঢুকে পড়ার সংবাদ প্রচারিত হয়।এতে করে জনগন আতংকিত হয়ে উঠে। রাত ১টা নাগাদ সমগ্র উপজেলায় ডাকাত ঢুকে পড়ার সংবাদ পৌছে যায়। কেবল কচুয়া উপজেলায় নয় পাশ্ববর্তী শাহরাস্তি, বরুড়া, চান্দিনা ও মতলব উপজেলা ডাকাত আতংকের ঢেউ উঁপচে পড়ে। লোকজনরা লাঠি-সোটা, দা-চেনি, ইত্যাদি নিয়ে ডাকাতদের প্রতিরোধ করতে তথা ডাকাত ধরতে প্রস্তুতি নেয়। কচুয়া উপজেলার কোন কোন স্থানে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে। সম্পূর্ন উদ্বেগ-উৎকন্ঠায় কচুয়া উপজেলাবাসী সহ উপরোক্ত উপজেলাবাসীরা বিনিদ্র রজনী কাটায়।
এদিকে স্থানীয় অধিবাসী ও পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা অগোচালো কথা বলছে। কেউ বলছে তারা বিভিন্ন মোবাইল সীম কোম্পানির টাওয়ারে তৈল-মবিল সরবরাহকারক, আবার কেউ বলছে মাছ ব্যবসায়ী। আটককৃত ইয়াছিন কুমিল্লা দক্ষিন সদর থানাধীন জনৈক মুনাফের পিকআপের ড্রাইভার। বুধবার রাত ৯টার দিকে পিকআপের মালিক মুনাফ পিকআপ ও ইয়াছিন কে পাওয়া যাচ্ছে না এমনি মর্মে কুমিল্লার দক্ষিন সদর থানায় একটি জিডি করে।
কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল ইয়াছিনের বিরুদ্ধে সদর দক্ষিন থানায় উক্ত জিডি হওয়ার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং তাদের স্ব স্ব এলাকার লোকজনের নিকট তাদের সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। তারা অপরাধ জগতের লোক বলে চিহিৃত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।