আবু সাঈদ,কচুয়াঃ
কচুয়া তথা চাঁদপুরের বহুল আলোচিত পনশাহী পি.সি.এল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ৭তম ফাইনাল খেলা উৎসব মুখোর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার পণশাহী বেলতলা বাজার সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা শেষে বিকালে এক পুরস্কার বিতরনীর আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পি.সি.এল এর প্রধান উপদেষ্ঠা ও আহবায়ক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোশারফ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন-পি.সি.এল একটি অরাজনৈতিক ক্রীড়া সংগঠন। যে-যেই দলই করুক, সবাইকে আন্তরিকভাবে এ সংগঠনটিকে সফল ভাবে এগিয়ে নেয়ার আহবান জানান। পি.সি.এল এর নির্বাহী সদস্য আকিল আহমেদ বাপ্পীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন- আশরাফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, কচুয়া উপজেলা যুবলীগের সদস্য আবুল বাশার নবু, পি.সি.এল উপদেষ্ঠা কমিটির সদস্য-বিশিষ্ট সমাজসেবক গিয়াসউদ্দীন, জাহাঙ্গীর আলম মুন্সী ও মনির হোসেন মজুমদার। খেলাটির সার্বিক সহযোগিতা করেন-প্রবাসী দেলোয়ার হোসেন মিয়াজী ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হেলাল গাজী প্রমুখ। ফাইনাল খেলায় শাহরাস্তি উপজেলার হোসেনপুর নব জাগরন স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান দলকে গোল্ড কাপ ও বরুড়া উপজেলার ভাতেশ্বর একাদশ রানার্সআপ দল কে ফ্রিজ পুরস্কার প্রদান করা হয়।